চোটের কারণে বিশ্বকাপে অনিশ্চিত কান্তে
<![CDATA[
দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। তার আগেই একে একে চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন ফরাসি তারকারা। কয়েকদিন আগেই জানা যায়, য়্যুভেন্তাসের ফরাসি মিডফিল্ডার পল পগবার বিশ্বকাপে খেলা প্রায় অনিশ্চিত। এবার আরেকটি দুঃসংবাদ পেল দিদিয়ের দেশম। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার এনগোলো কান্তেও মিস করতে যাচ্ছেন কাতার বিশ্বকাপ।
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মৌসুম শুরুর পরপরই ছিটকে যান চেলসি খেলোয়াড় কান্তে। এরপর তাকে নিয়ে আশা দেখিয়েছিলেন তখনকার চেলসি বস টমাস টুখেল। তবে অনুশীলনে আবারও ইনজুরিতে পড়েন ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। এদিকে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানাচ্ছে, এবারের ইনজুরিতে বেশ অনেক মাসের জন্যই ছিটকে গেছেন কান্তে। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আরও পড়ুন: টানা দ্বিতীয় ‘পিএফএ’ অ্যাওয়ার্ড জিতলেন হলান্ড
চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার কথা ছিল কান্তের। তবে অনুশীলনে চোটে পড়ায় দীর্ঘায়িত হচ্ছে কান্তের ফেরা। এখন বিশ্বকাপের আগে এই ডিফেন্সিভ মিডফিল্ডার মাঠে নামার জন্য ফিট হতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।
এদিকে ফ্রান্সের দলে সেরা দুই ডিফেন্সিভ মিডফিল্ডার পগবা এবং কান্তে। আর যদি সব গুঞ্জন সত্য হয়, তবে এই দুই সেরা খেলোয়াড়কে ছাড়াই কাতারে জেতে জবে দেশমের। কান্তে এবং পগবা যদি ৯ নভেম্বরের মধ্যে ফিট না হন, তবে আসন্ন বিশ্বকাপে দেখা যাবে না গত বিশ্বকাপ জয়ের দুই নায়ককে।
এদিকে ফরাসি কোচ আগেই জানিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে ফিটনেসের আরও কঠিন পরীক্ষা দিতে হবে খেলোয়াড়দের। ফলে কান্তের জন্য কাজটা একটু কঠিনই দেখা যাচ্ছে। ৩১ বছর বয়সী কান্তে গত জুনের পর থেকে দেশের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় সুখবর আর্জেন্টাইন শিবিরে
এদিকে চেলসি শিবিরে রয়েছে আরো এক দুঃসংবাদ। দলের সেরা রাইট ব্যাক রিস জেমসও ইনজুরিতে ছিটকে গেছেন। হাঁটুর ইনজুরিটা প্রথমে তেমনটা গুরুতর না ভাবা হলেও পরে স্ক্যান করে দেখা যায় বেশ গুরুতর আঘাতই পেয়েছেন ইংলিশ এই ডিফেন্ডার। সময়মতো জেমস সুস্থ হয়ে না উঠতে পারলে তাকেও বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হবে।
]]>