বাংলাদেশ

চোট নিয়েই সেনেগালের বিশ্বকাপ দলে মানে

<![CDATA[

বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাদিও মানে। তাতে শঙ্কা জাগে ২২তম আসরে সেনেগালের স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে তাকে রেখেই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে কোচ অলিও কিসে।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মঞ্চায়নের বাকি আর মাত্র ৯ দিন। ফিফার বেঁধে দেয়া নিয়মানুযায়ী আগামী ১৪ নভেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী ৩২ দলকে। সে ধারাবাহিকতায় শুক্রবার (১১ নভেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে সেনেগাল।

আরও পড়ুন: উরুগুয়ের যে ২৬ খেলোয়াড় এবার কাতার যাচ্ছে

গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে বুন্দেসলিগার ম্যাচে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যেই ইনজুরির শিকার হন সাদিও মানে। এরপর মাঠের চিকিৎসাকর্মীরা তাকে পরীক্ষা করে মাঠের বাইরে নিয়ে যান।

স্প্যানিশ সংবাদ মাধ্যম লেকিপ জানায়, মানের সুস্থ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে। শঙ্কা আছে কাতার বিশ্বকাপে তার খেলা নিয়েও। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপে দলের সঙ্গে যাচ্ছেন মানে। তবে তিনি মাঠে নামতে পারবেন কিনা সে বিষয়ে নেই কোনো নিশ্চয়তা।

আরও পড়ুন: ষষ্ঠ তারার অপেক্ষায় পেলে

আগামী ২০ নভেম্বর শুরু হওয়া ২২তম বিশ্বকাপ আসরে সেনেগালের প্রথম ম্যাচে এক দিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে। গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এদুয়ার্দ মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস।

ডিফেন্ডার: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিস, ফর্মোজ মেন্ডি, ফোডে ব্যালো-টোরে, ইসমাইল জ্যাকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গেয়ি, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পেপে গেয়ি, পেপ সর, মোস্তাফা নাম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!