চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চিন্তার বড় কারণ হলান্ড
<![CDATA[
চ্যাম্পিয়ন্স লিগের জি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড। সিটিজেনরা আগেই নকআউট পর্ব নিশ্চিত করায় এ ম্যাচে নির্ভার থাকবে। অন্যদিকে শীর্ষ ষোলোতে উঠতে হলে ডর্টমুন্ডকে জিততেই হবে। সিগনাল ইডুনা পার্কে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১টায়।
কোচিং স্টাফদের সঙ্গে ঠিক কী নিয়ে আলোচনা করছেন কোচ পেপ গার্দিওলা? ডর্টমুন্ডের মাঠে স্বাগতিকদের কীভাবে আটকাবেন তা নিয়ে নয়তো? যে দলে আর্লিং হলান্ডের মতো গোলমেশিন আছে, তাদের আর চিন্তা কিসে। হোক সেটা লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ।
জি গ্রুপ থেকে নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান সিটিজেনদের। অন্যদিকে, স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড সমানসংখ্যক ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ফলে এ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে পেপ গার্দিওলার দল। সেই সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া
এবারের আসরে ৫ গোল করে যৌথভাবে লেওয়ানডস্কি ও সালাহর সঙ্গে শীর্ষস্থানে আছেন আর্লিং হলান্ড। নরওয়েজিয়ান তারকার পাশাপাশি সিগনাল ইডুনা পার্কে পরীক্ষা দিতে নিজেদের প্রস্তুত করছেন ডি ব্রুইনা, রিয়াদ মাহরেজ, ফিল ফোডেনরাও। ক্যালভিন ফিলিপস ইনজুরি কাটিয়ে ফিরলেও এখনো মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত করছেন নিজেকে।
অন্যদিকে, ঘরের মাঠে ডর্টমুন্ডও মুখিয়ে আছে জয় পেতে। তাদের চিন্তার কারণ আপাতত একটাই। হলান্ডকে আটকানো। কারণ জার্মান এই ক্লাবেই যে খেলে গেছেন হলান্ড। নিজেদের মাটিতে ডর্টমুন্ড কোন কৌশলে খেলে তার আদ্যোপান্ত জানা আছে তার। তাই কোচ থেকে শুরু করে সবার চিন্তার কারণ ওই একজনই।
আরও পড়ুন: নকআউট নিশ্চিত করতে লাইপজিগের মুখোমুখি রিয়াল
নকঅঅউট পর্বে উঠতে হলে এ ম্যাচে যে কোনোভাবে জিততেই হবে ডাই বরুশেনদের। তবে ইনজুরির তালিকাটা বেশ লম্বা স্বাগতিকদের। মিউনিয়ার, বিন গিটেন্স, ম্যাতেও মোরে, দাহুদ, হলার সবাই সাইডলাইনে। তাই সেরা একাদশ সাজাতে চিন্তার ভাঁজ কোচের কপালে।
]]>