বিনোদন

চ্যাম্পিয়ন্স লিগের পরীক্ষা দিতে মাঠে নামছে টটেনহ্যাম ও ইন্টার মিলান

<![CDATA[

চ্যাম্পিয়ন্স লিগে ডি গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হচ্ছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় ম্যাচটি মাঠে গড়াবে। একই সময় রাতের আরেক ম্যাচে, সি’ গ্রুপে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রর ক্লাব এফসি ভিক্টোরিয়া প্ল্যাজেন।

প্রিমিয়ার লিগ কিংবা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগ, দুটি আসরেই দারুণ সময় পার করছে টটেনহ্যাম হটস্পার। সবশেষ চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে স্পাররা। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তিনে অবস্থান করছে তারা।

শুধু তাই নয়, ফ্রান্সের অলিম্পিক মার্শেইকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করে অ্যান্তনিও কন্তের দল। যেখানে এভারটন থেকে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের ছন্দ সাহস জোগাচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। সবমিলিয়ে জয়ের ধারাবাহিকতা অটুট থাকায় ফুরফুরে মেজাজে টটেনহ্যাম শিবির।

আরও পড়ুন:সেরা একাদশে জায়গা হয়নি মেসি-নেইমারের

এবার স্পোর্টিং লিসবনের আতিথ্য নেবে টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যামের মতো জয় দিয়ে আসর শুরু করেছে স্পোর্টিং লিসবনও। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দুদল সমান তালে থাকলেও কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে স্পোর্টিং লিসবনের চেয়ে খানিকটা এগিয়ে থাকবে স্পাররা। পরিসংখ্যানটা অবশ্য বলার মতো তেমন কিছু নেই। এক যুগ আগে ২০১০ সালে দুদলের একমাত্র ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তাইতো এবার জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না স্পোর্টিং ও টটেনহ্যাম।

ইনজুরির কারণে লুকাস মৌরার সার্ভিস মিস করবে টটেনহ্যাম। তারপরও গত দুই ম্যাচে জয় পাওয়ায় ফরমেশনে পরিবর্তন আনছেন না কোচ অ্যান্তনিও কন্তে। আক্রমণভাগে রিচার্লিসনের সঙ্গে হ্যারি কেইন-সনের ওপর শতভাগ আস্থা রেখেছেন কোচ।

আরও পড়ুন:ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করে অশ্রুসিক্ত রিচার্লিসন

এদিকে চ্যাম্পিয়নস লিগের রাতের আরেক ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের ক্লাব এফসি ভিক্টোরিয়া প্লাজেন। ইতালিয়ান সিরি আর এবারের মৌসুমটা তেমন ভালো যাচ্ছে না ইন্টারমিলানের। সবশেষ চার ম্যাচের দুটিতে জয় পেয়েছে নেরাজ্জুরিরা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ইন্টার।

হার দিয়ে চ্যাম্পিয়নস লিগের শুরুটা হয় ইন্টার মিলানের। নিজেদের প্রথম ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হারের আক্ষেপে পোড়ে ইতালিয়ান ক্লাবটি। গত ম্যাচের ভুল শুধরে এবার ভিক্টোরিয়ার বিপক্ষে প্রথম দেখায় পজিটিভ ফুটবল খেলতে চায় সিমনের দল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!