চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা
চ্যাম্পিয়ন্স লিগে রাতে রয়েছে আরও বেশ কয়েকটি ম্যাচ। প্রথম দিনেই মাঠে নামবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ সেল্টিক। প্যারিস সেইন্ট জার্মেই আতিথ্য দেবে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসকে। আর সেভিয়ার বিপক্ষে খেলতে স্পেন যাবে ম্যানচেস্টার সিটি। সব ম্যাচ শুরু হবে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায়।
আট সপ্তাহে ৬টা রাউন্ড। শেষ কবে এরকম সূচি ছিল চ্যাম্পিয়ন্স লিগে মনে করতে পারবেন ? না, কারণ কখনই তো হয়নি এমন। এবারের আসরটা ব্যতিক্রম, কাতার বিশ্বকাপের জন্য। গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হওয়ার আগেই যে শেষ করতে হবে গ্রুপ পর্ব। তাই তো এমন ঠাসা সূচি উয়েফার।
প্রথম দিনেই এ লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শিরোপাধারীদের জন্য এ যে ট্রফি ঘরে রাখার মিশন। অন্যদিকে ৪২ বছর পর ইউসিএল মঞ্চে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে খেলবার উত্তেজনা সেল্টিক পার্কে।
আরও পড়ুন: মেসিদের বিপক্ষে খেলা হচ্ছে না ডি মারিয়ার
সাম্প্রতিক ফর্ম, পক্ষে কথা বলছে আনচেলোত্তি বাহিনীর। তবে, ইনজুরির শঙ্কা কিছুটা রয়েই যাচ্ছে হোয়াইট শিবিরে। বেটিসের পর এ ম্যাচেও পাওয়া যাবে না ভালেজ্জো এবং অদ্রিওজোলাকে। তবে, প্রথম একাদশে ভালভার্দে এবং টনি ক্রুসের অন্তর্ভুক্তি নির্ভার রাখছে কার্লোকে। সঙ্গে তার সুপার সাব রদ্রিগো, কামাভিঙ্গা, রুডিগাররা তো রয়েছেই।
আজ রাতের সবচেয়ে বড় ম্যাচটা হবে প্যারিসে। পিএসজির আতিথ্য নেবে তুরিনের ওল্ড লেডিরা। নিজ নিজ লিগে তাদের ফর্ম, দুর্দান্ত এক ম্যাচের অপেক্ষায় রেখেছে সমর্থকদের।
দারুণ ছন্দে আছে প্যারিসিয়ানদের তিন সুপার হিরো নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। শুরুতে কিছুটা দ্বন্দ্ব দেখা গেলেও, এখন একটা সুখি পরিবার গালতিয়েরের। য়্যুভেন্তাসের বিপক্ষে এটাই বড় অস্ত্র পিএসজির। সঙ্গে ইনজুরি মুক্ত স্কোয়াড আশা দেখাচ্ছে তাদের। ড্রাক্সলার এবং পেম্বেলে হাঁটুর ইনজুরিতে ভুগলেও, তাদের ব্যাকআপ ঠিক করে রেখেছেন গালতিয়ের। ১৯৯৬ সুপার কাপের প্রতিশোধ নেয়ার মঞ্চ টা তো তৈরিই আছে তাদের জন্য।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে লড়বেন ২৫ আর্জেন্টাইন
তবে, ছেড়ে কথা বলবার পাত্র নয় য়্যুভেন্তাস। সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত লোকাতেল্লি, পারেদেস, কস্টিক, ম্যাককেনিরা। তবে, বেঞ্চের শক্তিতে কিছুটা দুর্বল অ্যালেগ্রি বাহিনী। পগবা, র্যাবিয়ট, চেইসা সবাই যে বসে আছেন হাসপাতালে।
রাতের আরেক ম্যাচে র্যামন সানচেজ পিজুয়াইনে যাবে ম্যানচেস্টার সিটি। একের পর এক বড় ম্যাচের আবহে অনেকটাই রঙহীন হয়ে আছে সিটিজেনদের লড়াইটা। তবে, একজন চাইলে সব আলো কেড়ে নিতে পারবেন নিজের দিকে।
আর্লিং হলান্ড ইতোমধ্যেই স্কাই ব্লু জার্সিতে রেকর্ড গড়ে বসে আছেন ইপিএলে। এবার ইউসিএল মাতানোর সময় তার জন্য। আর সে জন্য স্প্যানিশ লিগে নিজেদের হারিয়ে খোঁজা সেভিয়ার চেয়ে ভালো প্রতিপক্ষ আর কে হতে পারে ?