চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্য নয় বার্সেলোনা: জাভি
<![CDATA[
১৯৭০ সালের পর প্রথমবার টানা দুই মৌসুম ইউরোপা লিগে খেলার সামনে দাঁড়িয়ে বার্সেলোনা। বুধবার (১২ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাতে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আসর থেকে জাভি হার্নান্দেজের দলের বিদায়। শেষ দুই ম্যাচে ইন্টার মিলান একটিতে জয় পেলেও বার্সেলোনাকে খেলতে হবে দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগে। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পর তাই সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন কোচ জাভি।
গতবার না হয় ভাঙাচোরা দল নিয়ে খেলতে নেমছিল বার্সেলোনা কিন্তু এবার কী অজুহাত দেবেন জাভি? দলে লেভানদোভস্কির মতো সেরা তারকা। উসমান দেম্বেলে, পেদ্রি, গাভি, রাফিনিয়াদের মতো তরুণ তুর্কিদের নিয়ে দুর্দান্ত একটা দল। তারপরও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা। গ্রুপ -সি’তে চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। মৃত্যুকূপ থেকে নকআউট পর্ব নিশ্চিত তাদের। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। তিন নম্বরে থাকা বার্সেলোনার ৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট। সবার শেষে চার ম্যাচে ১৬ গোল খাওয়া ভিক্টোরিয়া প্লাজেন।
এ গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিতে হলে শেষ দু ম্যাচেই জিততে হবে বার্সেলোনার। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ ও ভিক্টোরিয়া প্লাজেন। অথচ ভিক্টোরিয়া প্লাজেন ছাড়া বাকি দুই প্রতিপক্ষের বিপক্ষে এখনো জয়ের মুখই দেখেনি কাতালান জায়ান্টরা। বায়ার্নের মাঠে ২-০ গোলে হারের পর বার্সা ১-০ গোলে হেরেছিল ইন্টার মিলানের মাঠে। গতকাল নিজেদের মাঠেও ইন্টার মিলানের বিপক্ষে জয়শূন্য তারা। অথচ শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল বার্সাই।
আরও পড়ুন:লেভার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে টিকে রইল বার্সা
নিজেরা জয় পেলেই যে নকআউট নিশ্চিত এমন না, বরং শেষ দুই ম্যাচে হারতে হবে ইন্টার মিলানকেও। বায়ার্ন ও প্লাজেনের বিপক্ষে সে দুই ম্যাচের একটায় জয় পেলেও সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শেষ ষোলোয় যাবে সিরি ‘আর দলটাই। ইন্টার মিলানের ফর্ম আর প্রতিপক্ষ বিবেচনায় টানা দুই ম্যাচে হারাটা অসম্ভবই বটে।
তাই বিদায় নিশ্চিত হওয়ার আগেই টানা দ্বিতীয়বারের মতো গ্রুপপর্ব থেকে বিদায় ধরে নিয়েছেন কোচ জাভি। সে জন্য আগাম ক্ষমা চেয়ে নিয়েছেন সমর্থকদের থেকেও, ‘আমাদের ভাবনা ছিল এবার আর ব্যর্থ হব না। কিন্তু ব্যর্থই হলাম। প্রচুর ভুল করেছি। সমর্থকদের কাছে ক্ষমা চাইতেই হবে। আমি তাদের কাছে দুঃখপ্রকাশ করছি।’
গ্রুপপর্বের প্রথম ম্যাচে বায়ার্নের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচেই প্লাজেনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় বার্সেলোনা। তারপর ইন্টারের বিপক্ষে হার ও ড্র করে বিদায়ের দ্বারপ্রান্তে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই জাভির কণ্ঠে ঝরে পড়ল হতাশা। তিনি বলেন, ‘আমি হতাশ, খুবই হতাশ। খুব রাগও হচ্ছে। আমাকে নিজের সমালোচক হতে হবে। আমরা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা রাখি না। বিষয়টি আমাকে আঘাত করছে। কিন্তু এটাই সত্য।’
আরও পড়ুন:চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন সালাহ
শক্তিশালী দল নিয়েও কেন এমন হার? হারের কারণ খুঁজতে গিয়ে প্রতিপক্ষকে সুযোগ দেওয়া ও নিজেদের করা ভুলের কথাই বললেন তিনি। বার্সেলোনার হয়ে খেলোয়াড় হিসেবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা জাভি বলেন, ‘প্রচুর ভুল করেছি আমরা। ওদের প্রথম গোলটা ছিল আমাদের রক্ষণের ভুলে। ওদের প্রচুর সুযোগও তৈরি করে দিয়েছি। ফুটবল এমন একটা খেলা, এই পরিস্থিতিতে এসে এত ভুল আপনি সামাল দিতে পারবেন না। এটা চ্যাম্পিয়নস লিগ, প্রতিটি ভুলে উচ্চমূল্য দিতে হবে আপনাকে।’
চ্যাম্পিয়ন্স লিগের আশা প্রায় নিভু নিভু। তাই এখন লিগ শিরোপার দিকেই সবটুকু মনোযোগ দিতে চান বার্সেলোনার কোচ। আগামী রোববার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তার দল। এল ক্লাসিকো সামনে রেখে পূর্ণ মনোযোগ সেদিকে দেওয়ার কথাই জানালেন জাভি। তিনি বলেন, ‘আমাদের জন্য এবারের চ্যাম্পিয়নস লিগ নিষ্ঠুর। এখন আর হাতে কিছু নেই, যা আছে, সেটা হচ্ছে এল ক্লাসিকোয় মনোযোগ দেওয়া। চ্যাম্পিয়নস লিগের পথ জটিল হয়ে যাওয়ায় লা লিগাতেই মনোযোগ বাড়াতে হবে আমাদের।’
]]>




