চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের, অল্পের জন্য হলো না শান্তর সেঞ্চুরি
<![CDATA[
মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও টম মুরেসের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ জমা করেছে সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মুখোমুখি হয়েছে পয়েন্টস টেবিলের শীর্ষ দুদল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর অর্ধশতক ও টম মুরেসের ৪০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে সিলেট। সিলেটের হয়ে বল হাতে জ্বলে উঠেছেন পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ ওয়াসিম।
এদিন আগে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় সিলেট। ওয়াসিমের ওভারে মুখোমুখি হওয়া প্রথম বলেই বোল্ড হয়ে যান জাকির হাসান।
আরও পড়ুন:হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ফিল্ডিংয়ে বরিশাল
এই ধাক্কা সামাল দেওয়ার আগেই জোড়া ধাক্কা খায় সিলেট। ওয়াসিমের ওভারের পঞ্চম বলে ইনজুরি থেকে ফেরা তৌহিদ হৃদয়কেও ফেরান ওয়াসিম। ৪ রান করেই খালেদ আহমেদের হাতে ক্যাচ দেন তিনি। আর ওভারের শেষ বলে মুশফিক ফেরেন গোল্ডেন ডাক মেরে। ওয়াসিমের বলের লাইন সম্পূর্ণভাবে মিস করেন তিনি। ১৫ রান করতেই নেই সিলেটের ৩ উইকেট।
পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডারের এক ওভারে তিন উইকেট হারিয়ে তখন টালমাটাল সিলেট। সেখান থেকেই মুরেসকে নিয়ে দলের হাল ধরেন শান্ত। মুরেসের সঙ্গে ৭২ বলে ৮১ রানের জুটিতে দলকে কক্ষপথে ফেরান শান্ত। ১৪তম ওভারে বল করতে এসে মুরেসকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে ৩০ বলে ৪ চার ও ১ ছয়ে ৪০ রান করেন তিনি।
আরও পড়ুন:নাসিম শাহর বোলিং তোপে বিধ্বস্ত ঢাকা
মুরেসের বিদায়ের পর শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন শান্ত। শেষ ছয় ওভারে দলের খাতায় ৭৮ রান জমা করে সিলেট।
শান্ত শেষ পর্যন্ত ৬৬ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১১ চারের পাশাপাশি ছিল ১টি ছয়ের মার। পেরেরা খেলেন ১৬ বলে ২১ রানের ইনিংস।
বরিশালের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। সাকিব ও রাব্বি নেন ১টি করে উইকেট।
]]>