ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ আর্সেনালের, প্রত্যাশায় ওয়েস্ট হ্যাম
<![CDATA[
ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে লম্বা বিরতির পর প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছে আর্সেনাল। আলোচনার বাইরে থাকলেও এখন পর্যন্ত ইপিএলের শীর্ষস্থান দখলে রেখেছে গানার্স। অন্যদিকে, বাজে সময় পেছনে ফেলে নতুন শুরুর প্রত্যাশায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এমিরেটস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (২৬ ডিসেম্বর) রাত ২টায়।
বক্সিং ডেতে গিফট আনবক্স করে নিশ্চয়ই ভালো কিছুই প্রত্যাশা করছে আর্সেনাল। বিশ্বকাপ বিরতির আগ পর্যন্ত যেভাবে চলেছে তাদের ইপিএল, তাতে দারুণ কিছুর অপেক্ষায় থাকাটাই স্বাভাবিক। তবে এটাও মানতে হবে ব্রেক মানেই ছন্দপতন। সেখান থেকে আবারও পুরনো ছন্দে ফেরার চ্যালেঞ্জ নিতেই হচ্ছে গানারদের।
ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা বিশ্বকাপ শেষ করে সবাই কিছুটা হলেও ক্লান্ত। তার ওপর টানা খেলার ধকলে বেড়েছে ইনজুরি। আবারও ইপিএল শুরুর আগে এই বিষয়টাই পিছিয়ে রাখছে আর্সেনালকে। চোটের কারণে লম্বা সময় পাওয়া যাবে না গ্যাব্রিয়েল জেসুসকে। তালিকায় আরও আছেন তাকেহিরো, জিনচেঙ্কো, নেলসন।
আরও পড়ুন: ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় জিদান!
জানুয়ারিতে শুরু হচ্ছে মধ্যবর্তী দলবদল। আর্সেনালের সাজানো দলে বিষফোঁড়ার মতোই দেখা দিয়েই এই ট্রান্সফার উইন্ডো। এরই মধ্যে কয়েকজনের দলবদলের গুঞ্জন উঠেছে বেশ জোরেশোরে। তাই নতুন করে লিগ শুরু করে গানাররা ভালো খেলার ধারাবাহিকতা কতটা রাখতে পারে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
আর্সেনাল কোচ মিকেল আরটেটা বলেন, ‘আর্সেনালের মতো ভালো অবস্থানে নেই ওয়েস্ট হ্যাম। বরং ফুটবলারদের বাজে পারফরমেন্স আর টানা হারে হ্যামারদের অবস্থা তথৈবচ। লিগে এখনো বেশ খানিকটা পথ বাকি। তবে এখনই পরিস্থিতির পরিবর্তন না হলে রেলিগেশনের খড়গ নামতে পারে তাদের ওপর।’
আরও পড়ুন: রোনালদো-লেওয়ান্ডোভস্কিরা জিতলেও যে পুরস্কার অধরা মেসির
নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবারই প্রথম লিগের মাঝপথে হয়েছে বিশ্বকাপ। টানা খেলার ধকলে তাই ফুটবলারদের ইনজুরি নিয়ে ভাবতে হচ্ছে হ্যামারদেরও। আর্সেনালের বিপক্ষে তারাও হয়তো খেলাতে পারবে না সেরা একাদশ।
]]>




