ছাগলনাইয়ায় দুই বেকারির জরিমানা – prothom-feni.com
ছাগলনাইয়া প্রতিনিধি ->>
ছাগলনাইয়ায় কেক, পাওরুটি, বিস্কুট অস্বাস্থ্যকর অবস্থায় ফেলে রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৌরশহরের শাপলা ও বাগদাদ বেকারীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ফখরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌরসভার শাপলা বেকারি ও বাগদাদ বেকারিতে অভিযান পরিচালনা করলে বেকারিতে বানানো কেক, পাওরুটি, বিস্কুট অস্বাস্থ্যকর অবস্থায় ফেলে রাখার চিত্র দেখা যায়। এসময় বিএসটিআই অনুমতির কাগজপত্র না থাকার শাপলা বেকারি ও বাগদাদ বেকারি কে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ছাগলনাইয়া সহকারী কমিশনার (ভুমি) ফখরুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা এসব অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত যথাযথ ব্যবস্থা নিবে।