ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে আঞ্জু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পক নগর গ্রামে ফেনী নদীর শুভপুর ব্রীজের পশ্চিমে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আঞ্জু মিয়া পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী এলাকায় নদী পেরিয়ে বাংলাদেশ বন নামক স্থানে বাঁশ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কৃষক আঞ্জু মিয়া। বিকেলে বাড়ি না ফিরলে তার সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে স্বজনরা। শুক্রবার শুভপুর ব্রীজের পশ্চিমে ফেনী নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় স্বজনরা মৃতদেহটি নিখোঁজ কৃষক আঞ্জু মিয়ার বলে শনাক্ত করে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।