ছাগলনাইয়ার পাঠান নগরে ভিডিওকলের মাধ্যমে জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক
ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ার পাঠান নগরে ভিডিওকলের মাধ্যমে জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঠান নগর ইউনিয়নের পাঠানঘট আশ্রয়ণ প্রকল্পে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।
জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আশ্রয়ণ প্রকল্পের সভাপতি খোতেজা আক্তারসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, বাল্যবিবাহ, মাদক, গুজব এবং কোভিড-১৯ ভ্যাক্সিন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
উপপরিচালক ফাহিমা জাহান তাঁর বক্তব্যে বলেন, “নারীর ক্ষমতায়নে এবং নারীদের উন্নয়নের মূল অন্তরায় হলো বাল্যবিবাহ। সামাজিক সমস্যাগুলো নিয়ে আমরা সচেতন হলে মেয়েরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আরও অবদান রাখতে পারবে।”
অনুষ্ঠান শেষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং নবারুন, সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের মহিলারা অংশগ্রহণ করে।