ছাগলনাইয়ার মহামায়া ইউপিতে ‘চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে’ পরিষদের সেবা কার্যক্রম ব্যাহত
ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শাহাজাহান মিনু’র সাথে সদস্যদের (মেম্বার) দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। তাদের চলমান দ্বন্দ্বের কারণে প্রায় দু’মাস ধরে ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ইউনিয়ন পরিষদে জন্মসনদ, মৃত্যুসনদ ও পরিচয়পত্রসহ নানা কাজে এসে অনেকে ফেরত যাওয়ার অভিযোগ উঠেছে। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগন। যেকোনো সময় বড় ধরনের সংঘাতেরও আশংকা করছেন স্থানীয়রা।
চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করছে না বলে অভিযোগ তুলেছেন সদস্যরা। তবে চেয়ারম্যানের অভিযোগ, সদস্যদের অনিয়ম-দুর্নীতি করার সুযোগ না দেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ তুলে হয়রানি করছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ভিজিডি ও ভিজিএফ, শালিশ বানিজ্য, বিভিন্ন ত্রাণ বিতরণসহ ১৬ টি অনিয়মের অভিযোগ ওঠে চেয়ারম্যান শাহাজাহান মিনুর বিরুদ্ধে। পরিষদের ১০ জন ইউপি সদস্য এক হয়ে গত দু’মাস ধরে কোন মিটিং কিংবা রেজুলেশনে স্বাক্ষর করেন না।
ইউপি সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ অভিযোগ করে বলেন, শাহাজাহান মিনু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে। ভিজিডি ও ভিজিএফ কার্ড থেকে বঞ্চিত হচ্ছে অসহায়, হতদরিদ্র এবং খেটে খাওয়া মানুষ। ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ভিজিডি ও ভিজিএফ, শালিশ বানিজ্য, বিভিন্ন ত্রাণ বিতরণসহ ১৬ টি অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে আমাদের কাছে।
পরিষদের বিভিন্ন কার্যক্রমে সদস্যদের সিদ্ধান্তের কোন তোয়াক্কা না করে চেয়ারম্যান নিজেই সকল সিদ্ধান্ত নেন। ত্রান সামগ্রী বিতরণের কার্ডগুলো তার বহিরাগতদের মাঝে বন্টন করে দেন। দু’মাস যাবত পরিষদের কোন কার্যক্রমে অংশগ্রহণ এবং রেজুলেশনেও স্বাক্ষর করছিনা। চেয়ারম্যান শাহাজাহান মিনু ইউপি সদস্যদের কোন সিদ্ধান্তের তোয়াক্কা না করেই বহিরাগতদের দিয়ে শালিশ বানিজ্য এবং মেম্বারদের সাথে সবসময় খারাপ আচরণ করার অভিযোগ করেন ইউপি সদস্য শাহাদাত হোসেন।
মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান মিনু বলেন, ইউনিয়ন পরিষদে জনগণের কোনো স্থবিরতা নেই। কার্যক্রমও ঠিকভাবে চলছে। জনগন মেম্বারদের কাছে না গিয়ে আমার কাছে আসেন, কারন মেম্বাররাতো কোন কাজ করেন না। তারা কেউ শালিশ বানিজ্য করে খায়, কেউ মানুষের জায়গা জবর দখল করে নেয় আর কেউবা নারীর সাথে অসামাজিক লিপ্ত হয়ে ধরাও পড়ে।
মিনু আরো বলেন, তাদেরকে জনগন যেভাবে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছে আমাকেও জনগন ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমার বিরুদ্ধে অনাস্থা দেওয়ার তারা কে?
এব্যাপারে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান মিনু ও মেম্বারদের সাথে কিছুদিন ধরে মান অভিমান চলছে। খুব শীঘ্রই দু’পক্ষের মধ্যে চলা মান অভিমানের সমস্যা সমাধান করে দিবো।
এ বিষয়ে ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) ড. মঞ্জুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ অবগত রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।