ছাগলনাইয়ায় অটোরিকসা দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ায় সিএনজি চালিত অটোরিকসা দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী তানভীর হোসেন সায়মন (১৬) নিহত হয়েছে। শুক্রবার বিকালে ছাগলনাইয়া-শুভপুর সড়কের সুবেদারি রাস্তার মাথায় ট্রাক ও সিএনজি অটোরিকসার সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন সায়মন চট্টগ্রাম জেলার মিরসরাইয় উপজেলার করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের শফি উল্লাহ মিস্ত্রি বাড়ীর শাহাদাত হোসেন শাহিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার বিকালে ছাগলনাইয়া-শুভপুর সড়কের সুবেদারি রাস্তার মাথায় ট্রাক ও সিএনজি অটোরিকসার সংঘর্ষে অটোরিকসা তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্হায় তানভীর হোসেন সায়মনের মৃত্যু হয়। অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




