ছাগলনাইয়ায় গাঁজা, বিদেশী মদসহ মাদক বিক্রেতা খুরশিদ আলম ওরফে জানু মিয়াকে (৪৫) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর বল্লভপুর ফয়েজ আহমেদ সওদাগর বাড়ী থেকে তাকে আটক করে।
আটক খুরশিদ আলম ওরফে জানু মিয়া ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লভপুর ফয়েজ আহমেদ সওদাগর বাড়ীর শামসুল হকের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর বল্লভপুর ফয়েজ আহমেদ সওদাগর বাড়ী থেকে ২৬ বোতল বিদেশী মদ, ৯ ক্যান বিয়ার, দুই বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা খুরশিদ আলম ওরফে জানু মিয়াকে আটক করা হয়।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদি হয়ে খুরশিদ আলম ওরফে জানু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান,আসামী খুরশিদ আলম ওরফে জানু মিয়াকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।




