ছাগলনাইয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়া উপজেলার ৪৯তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ (ইনু) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন।
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবছারুল হাই উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক মো. গোলাম আবছার, প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
ক্রীড়া প্রতিযোগিতায় বালকদের ফুটবল, কাবাডি ও হ্যান্ডবলে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকাদের ফুটবল ও হ্যান্ডবলে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং কাবাডিতে আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। দাবায় বালক বড় গ্রুপে আবরার হাসান অমি, ছোট গ্রুপে সাইফ বিন করিম এবং বালিকা বড় গ্রুপে আমেনা আক্তার ও ছোট গ্রুপে মোমেনা আক্তার চ্যাম্পিয়ন হয়।
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।