ছাগলের জন্য পাতা আনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
<![CDATA[
ঝালকাঠির রাজাপুরে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে ১৩ বছর বয়সের ৫ম শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগে পাওয়া গেছে। উপজেলার বড়ইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তকে আসামী করে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত যুবকের নাম মো. দুলাল মৃধা (২৪)। তিনি উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মো. হামেদ মৃধার ছেলে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর বিকেল ৩টার দিকে শিশু ছাগলের জন্য বাড়ির কাছে কাঠাল গাছের পাতা সংগ্রহ করতে যায়। এ সময় দুলাল শিশুটিকে একা পেয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়।
আরও পড়ুন: গোপালগঞ্জে ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার
রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দী জন্য বুধবার (১২ অক্টোবর) সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে।
]]>