খেলা

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৩২ জনের পদ স্থগিত

<![CDATA[

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৩০২ সদস্যের মধ্যে ৩২ জনের পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবাহিতসহ তথ্য গোপনের অভিযোগ ওঠায় তাদের পদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পদের নেতাদের মধ্যে ১৯ জনই বিবাহিত।

ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের পদ দেয়ার সুযোগ নেই। এ কারণে তাদের পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষাগত কোনো সনদ না থাকাসহ সংগঠনের বেঁধে দেয়া সময়ের আগে এসএসসি পাস করা ও বিদেশে অবস্থান করা নেতারাও রয়েছেন এই তালিকায়।

জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে ৩০২ জনকে জায়গা দেয়া হলেও অনেকের ক্ষেত্রেই গঠনতন্ত্র মানা হয়নি, এমন অভিযোগ খোদ ছাত্রদল নেতাকর্মীদের। ইতিমধ্যে এসব অভিযোগ বিএনপির কেন্দ্রীয় দফতরে জমাও দিয়েছেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় অভিযোগ আমলে নিয়ে এক সহসভাপতিসহ ৩২ জনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

আরও পড়ুন:  ছাত্রদলের কমিটি / অছাত্র-বিবাহিতদের নিয়ে ছাত্রদলের কমিটি, বঞ্চিতদের বিক্ষোভ

গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অভিযুক্তদের নামের তালিকা বিএনপির দফতরে জমা দেওয়া হয়। মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে পদ স্থগিতের এই বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, স্থগিত হওয়া নেতাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গত রোববার (১১ সেপ্টেম্বর) ছাত্রদলের ৩০২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়। একই সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটিও ঘোষণা করেছন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!