ছাত্রলীগ কর্মীর জন্মদিন পালন না করায় সাংবাদিককে মারধর
<![CDATA[
ছাত্রলীগ কর্মীর জন্মদিন পালন করতে না যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে । সেই সাথে ‘ছাত্রলীগ না করলে হলে থাকা যাবে না’ বলেও হুমকি দেয়া হয়েছে, এমন অভিযোগ ওই ভুক্তভোগী সাংবাদিকের।
সোমবার ( ২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ২১২ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক ও শিক্ষার্থীর নাম রেদওয়ান আহমেদ। আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা মেইল ও দৈনিক নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
এ ঘটনার সঙ্গে লোকপ্রশাসন বিভাগের আরশিল আজিম নিলয়, নাট্যকলা বিভাগের আবু বকর সিদ্দিক ও নৃবিজ্ঞান বিভাগের শোয়েব আতিক জড়িত বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন: অনশন-কর্মসূচি-পালন-না-করেই-চলে-গেলেন-ছাত্রলীগের-বহিষ্কৃতরা
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কাছে মারধরের বিচার এবং নিরাপত্তা চেয়েছেন রেদওয়ান আহমেদ। লিখিত অভিযোগে তিনি জানান, ‘সোমবার রাত সাড়ে এগারটায় এ এফ রহমান হলের ২১২ নং কক্ষে এসে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত না থাকা ও জন্মদিন পালন অনুষ্ঠানে অংশগ্রহণ না করার কারণে রুম থেকে বের করে প্রথমে হুমকি ও পরে তিন দফায় মারধর করা হয়। তারা আমাকে কিল, ঘুষি ও চর-থাপ্পর মারতে থাকে এবং রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দেয়। মারধরকারী ২০১৯-২০ সেশনের সোয়েব আতিক এবং মারধরের নির্দেশদাতা হলেন ২০১৮ – ১৯ সেশনের নিলয়।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তারা লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এরইমধ্যে তারা ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
]]>




