ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ
<![CDATA[
নাটোরের সিংড়ায় আশরাফুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তার মামাকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে নীলচড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ছকির শেখ (৬০)। তিনি শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে।
অভিযুক্ত আশরাফুল ইসলাম সিংড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: ইডেন ছাত্রলীগের ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ভাগিনা আশরাফুল ইসলাম ও ভগ্নীপতি বরকতকে আটক করেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নীলচড়া গ্রামের আশরাফুল ইসলাম ও তার মামাতো ভাই (নিহত সকিরের ছেলে) রহিমের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। স্থানীয়ভাবে কয়েক দফা শালিস করেও সমাধান হয়নি। বিষয়টি সমাধানে নিহত সকির শেখ বুধবার সন্ধ্যা ৭টার দিকে আশরাফুলের বাড়িতে বাড়িতে যায়।
তিনি জানান, এ সময় আশারাফুলের সাথে সকির শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশরাফুল ইসলাম ও তার পিতা বরকত ক্ষিপ্ত হয়ে সকিরকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা সকিরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আশরাফুল ইসলাম ও তার পিতা বরকতকে গ্রেফতার করে।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
]]>




