ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঠিকাদারকে গুলির অভিযোগ
<![CDATA[
রাজশাহীতে গাড়ি রাখা নিয়ে বিরোধে আরিফুল ইসলাম জন নামে এক ঠিকাদারকে গুলি করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
হামলাকারী রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। তার বাড়ি একই এলাকায়। গুলিবিদ্ধ আরিফুলের বাড়িও একই এলাকায়।
আহতের স্বজনদের দাবি, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব আরিফুলের পায়ে গুলি করেছে।
স্বজনদের অভিযোগ, আরিফুল রাতে প্রাইভেটকার কলেজ মোড়ে রাখেন। সেখানে আগে থেকে আড্ডা দেয়া ছাত্রলীগ নেতা রাজিব সেখানে গাড়ি রাখতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের কথা-কাটাকাটি পর মারধর শুরু হয়। এ সময় রাজিব তার পিস্তল দিয়ে আরিফুলের পায়ে গুলি করেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: টেন্ডার না পাওয়ায় ক্ষোভে ঠিকাদারকে বীজ সরবরাহে বাধা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী বলেন, আহত ব্যক্তি শঙ্কামুক্ত। তবে চিকিৎসা চলছে।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গাড়ি রাখা কেন্দ্র করে জন ও রাজিবের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ক্ষতটি গুলির কি না, মেডিকেলের রিপোর্ট পেলে বোঝা যাবে ।
]]>




