ছোট ভাই-বড় ভাই ইস্যুতে কলেজছাত্র হত্যায় গ্রেফতার ৪
<![CDATA[
নোয়াখালী পৌর শহরে ছোট ভাই-বড় ভাই ইস্যুতে ছুরিকাঘাতে কামরুল হাসান জোবায়ের (১৮) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় তিন ভাইসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে নিহত কামরুলের বাবা কামালউদ্দিন বাদী সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে তার আগেই সোমবার (১১ অক্টোবর) রাতে ৩টার দিকে পৌর শহরের মাইজদী ও ফেনী থেকে এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬) ও শাহিদ আলম রিমন (১৬)।
পুলিশ সুপার মো শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ছোট ভাই-বড় ভাই ইস্যুতে হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মাইজদি থেকে তিনজন ও ফেনী থেকে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: নোয়াখালীতে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত আরও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে সন্ধ্যায় ছোট ভাই-বড় ভাই ইস্যু নিয়ে দ্বন্দ্বে নোয়াখালী পৌর শহরের মাইজদী বাজার আনসার ক্যাম্পসংলগ্ন সড়কে কলেজছাত্র কামরুল হাসান জোবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুই ভাই এক বোনের মধ্যে জোবায়ের দ্বিতীয়।
]]>