‘জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না’
<![CDATA[
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক খুলে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। জনগণের স্বাস্থ্য নিয়ে কাউকে ব্যবসাও করতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যে কোনো স্বাস্থ্যপ্রতিষ্ঠান যদি সঠিক নিয়মে সেবা না দেয়, তাহলে আমরা তাদের কার্যক্রম বন্ধ করে দেব। ইতোমধ্যে প্রায় দুই হাজার হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে; তারা যদি লাইসেন্স নবায়নের পাশাপাশি জনবল ও যন্ত্রপাতি ঠিক রাখে তাহলে তাদের কাজ করার সুযোগ দেয়া হবে।’
আরও পড়ুন: বগুড়ায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, ৩ লাখ টাকা জরিমানা
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
]]>




