জন্মদিনে নতুন শুরু নুসরাতের!
<![CDATA[
দেখতে দেখতে ৩২ বছরে পা দিলেন টালিউড সুন্দরী নুসরাত জাহান। আজ ৮ জানুয়ারি। জনপ্রিয় এ অভিনেত্রীর শুভ জন্মদিন।
নিজের ইনস্টাগ্রামে সম্প্রতি নুসরাত একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন ‘এ নতুন আমি।’ ভিডিওতে নুসরাত তার ফেলে আসা বছরের টুকরো টুকরো স্মৃতিকে কোলাজ করেছেন।
ওই ভিডিওতে তার মধ্যে অনেক পরিবর্তনই চোখে পড়ার মতো। একে তো বছরের শুরু তার ওপর আবার জন্মদিন। বিশেষ এই দিনটিতে কীসের ইঙ্গিত দিলেন এ অভিনেত্রী?
আরও পড়ুন: এ বছর দর্শক মাতাবে যেসব সিনেমা
আসলে নতুন বছরটা নতুনভাবেই উপভোগ করতে চান তিনি। নিজেকে আবিষ্কার করতে চান নতুন রূপে। তৃণমূলের তারকা সাংসদ নুসরাতের জীবনে বড় পরিবর্তন এসেছে মূলত ছেলে ঈশানের জন্মের পর থেকেই।
গত বছর অভিনয়, এমপি হিসেবে কাজের দায়িত্ব, সংসার; সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে। তবে কি নুসরাত এ বছর একটু ভিন্নভাবেই জীবনকে দেখতে চাইছেন? জন্মদিনে তার ইনস্টাগ্রামের এমন পোস্টে এখন অনেক নেটিজেনের মনেই এমন প্রশ্ন উঁকি দিয়েছে।
সূত্র: আনন্দবাজার
]]>