জন্মদিনে বিশেষ বন্ধু কী উপহার দিলেন রাহুলকে?
<![CDATA[
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের পরিকল্পনা করেছিলেন রুকমা নিজেই। সঙ্গে ছিল গোটা লালকুঠি টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করলেন রাহুল নিজেই।
রোববার (১৬ অক্টোবর) ৩৯ বছরে পা দিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এখন যদিও তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত বিক্রম দস্তিদার নামে। ভারতের বেসরকারি একটি চ্যানেলে প্রচারিত ধারাবাহিক লালকুঠিতে জমিয়ে কাজ করছেন এই অভিনেতা। সহশিল্পী রুকমা রায়। দুজনের জুটি এমনিতেই পছন্দ দর্শকের। রাহুলের জন্মদিনের সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন রুকমা। সাথে অবশ্য ‘লালকুঠি’ টিম ছিলো।
আরও পড়ুন: ‘বাংলা মিডিয়াম’ নিয়ে ফিরছেন তিয়াশা-নীল
প্রথমে রাহুলকে নাকি বলা হয়েছিল ‘বিজয়া সম্মিলনী’। সব বুঝতে পারলেও সারপ্রাইজ নষ্ট করেননি। দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁয় জমিয়ে খাওয়াদাওয়া হয়। মেনুতে ছিল মূলত সাউথ ইন্ডিয়ান খাবার। দুুটো কেক কাটেন রাহুল। জন্মদিনের আগের রাতের উদযাপন নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: অঙ্কুশ প্রযোজিত সিনেমার নায়িকা কে?
রাহুলের কথা উঠতেই রুকমা ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমার আর রাহুলদার একটা নির্ভেজাল বন্ধুত্ব আছে। সেই বন্ধুত্ব থেকেই অনেক শুভ কামনা রাহুলদার জন্য।’ উপহার হিসেবে বই দিয়েছেন, কারণ রাহুল বই পড়তে খুব ভালোবাসে। তবে বই বা লেখকের নাম জানাননি অভিনেত্রী। রুকমা রায় বলেন, ‘সব বলে দেব! কিছুটা ব্যক্তিগত থাক।’ সেই জি বাংলায় ‘দেশের মাটি’-তে অভিনয়ের সময় থেকেই রাহুল আর রুকমাকে নিয়ে শুরু হয় মাতামাতির। সেই সময় তাদের নামে নামে খোলা হয়েছিল ‘রাম্পি’ নামের একাধিক ফ্যান ক্লাব। যারা সেই ধারাবাহিক শেষ হওয়ার পর চোখের জলও ফেলেছিলেন। মাস ছয়ের মধ্যেই হাজির হন এই জুটি নতুন ধারাবাহিক ‘লালকুঠি’ নিয়ে।
সূত্র: আনন্দবাজার
]]>