জমির হাঁটুপানিতে মিলল ইমামের মৃতদেহ
<![CDATA[
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় হাঁটুপানি থেকে সরোয়ার আলম (৩৫) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৭ অক্টোবর) উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে ওই ইমামের মরদেহ উদ্ধার করা হয়।
সরোয়ার আলম শ্রী-নগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের একক্রাম উল্লাহর ছেলে।
স্বজনরা জানান, নরসিংদীর একটি মসজিদে ইমামতির কাজ করতেন সরোয়ার আলম। রোববার (১৬ অক্টোবর) তিনি বাড়ি ফেরেন। বেলা ১১টার পর বাড়ির পাশের জমির হাঁটুপানির মধ্যে জমে থাকা কচুরিপানা পরিষ্কার শুরু করে।
তিনি জমি থেকে কচুরিপানা সংগ্রহ করে স্তূপ করছিলেন এটা অনেকই দেখেছেন। তবে এর ঘণ্টা দুয়েক পর জমির হাঁটুপানিতে বাড়ির লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুন: লেপ-তোষকের ট্রাংকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজাদ মাহাদী বলেন, দুপুর আড়াইটার পর সরোয়ার আলম নামের এক ব্যক্তি হাঁটুপানিতে পড়েছে বলে তারা স্বজনরা জানান। আমি পার্লস পরীক্ষা করে দেখতে পাই, তিনি অনেক আগেই মারা গেছেন। যেহেতু হাঁটুপানিতে পড়ে মারা যাওয়ার কথা বলা হচ্ছে তাই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ভৈরব থানার পরিদর্শক তদন্ত শাহআলম মোল্লা বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে যাই এবং মরদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি করি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং মৃতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>




