জমি নিয়ে বিরোধ, ভাই-ভাতিজার হাতে ব্যবসায়ী খুন
<![CDATA[
গোপালগঞ্জে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুল মিয়াকে (৪৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেখ নাসির উদ্দিন জানান, পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ফুলমিয়ার সঙ্গে আপন পাঁচ ভাইয়ের মামলা চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথা কাটাকাটির ঘটনা ঘটে।
আরও পড়ুন: তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন
এরই জের ধরে রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে পুলিশ সদস্য কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুলমিয়াকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। পরে পরিবারের সদস্যরা ফুলমিয়াকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান তিনি।
]]>