জয়পুরহাটে ৬ দিনেও মেলেনি নিখোঁজ গৃহবধূর সন্ধান
<![CDATA[
রাতের আধারে টয়লেটে যাবার কথা বলে পারভীন আক্তার মুনি (২৫) নামে এক গৃহবধূ ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মুনির বাবা মোকাদ্দেস হোসেন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ঘটনা জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া সরদার পাড়া গ্রামের।
জানা গেছে, গত ৮ বছর আগে ক্ষেতলাল উপজেলার দামগর গ্রামের বাসিন্দা মোকাদ্দেস হোসেনের মেয়ের সঙ্গে বিয়ে হয় বানিয়াপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ফেজুর ছেলে শামীম হোসেনের। তাদের সংসারে ৪ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারি রাত ৮টার দিকে স্বামীর অনুপস্থিতিতে মুনি টয়লেটে গেলে আর ফিরে আসেনি।
এ ঘটনায় শামীমের পরিবারের সদস্যরা এদিক সেদিক খোঁজাখুঁজি করেও মুনিকে না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে ২১ জানুয়ারি মুনির বাবা মোকাদ্দেস হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে তিনদিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শ্রমিকের
এদিকে ঘটনার ৬দিন পার হলেও নিখোঁজ মুনির কোনো সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার স্বজনরা শামীমের বাড়িতে অবস্থান করেন। তাদের দাবি, মুনিকে শামীমের পরিবারই গুম করেছে।
এ বিষয়ে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, ‘এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা তদন্ত করছি। আশা করছি খুব দ্রুত নিখোঁজের বিষয়ে তথ্য উদঘাটন করতে পারবো।’
]]>