খেলা

জাতিসংঘে অভিযোগের এখতিয়ার প্রধানমন্ত্রীর

<![CDATA[

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে গোলাবারুদ ছুটে আসার সঠিক কারণ জানা নেই। তবে দুদেশের পতাকা বৈঠকে এ বিষয়ে জানা যাবে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সীমানায় মিয়ানমারের হামলার বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। আর এ বিষয়ে জাতিসংঘে অভিযোগ জানানোর বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

আরও পড়ুন: মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপের বিষয়ে যা বললেন কাদের

এদিকে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ও কুমিল্লায় বিএনপি নেতাদের মারধরের ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা এ ধরনের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতায় আসার বিষয়টি আওয়ামী লীগ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!