বাংলাদেশ

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রওশন এরশাদ

<![CDATA[

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বুধবার (১৪ ডিসেম্বর) দলটির মুখপাত্র কাজী মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার রাতে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।  

তিনি জানান, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের মতামত ও সিদ্ধান্ত মোতাবেক দলীয় কার্যক্রম পরিচালনায় আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন : জাপায় স্বস্তি /নাস্তার টেবিলে দেবর-ভাবীর ঘণ্টাব্যাপী বৈঠক

এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন দেন দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাড. কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু এবং নাছরিন জাহান রত্না।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!