স্বাস্থ্য
জানুয়ারিতে করোনায় ৫ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত করোনায় পাঁচ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এদিকে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৩ জনই ঢাকার।
এতে আরও বলা হয়, করোনা সন্দেহে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১০।
এদিকে দেশে করোনার নতুন উপধরন জেএন.১–এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়ানোর সক্ষমতা রয়েছে। এ অবস্থায় মাস্ক ব্যবহার এবং টিকা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪০৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে।