জাপানি দূতকে দেশে ফেরার নির্দেশ রাশিয়ার
<![CDATA[
রাশিয়ায় নিযুক্ত জাপানের এক দূতকে আটক করেছে রুশ কর্তৃপক্ষ। গুপ্তচরবৃত্তির অভিযোগ সোমবার (২৬ সেপ্টেম্বর) বন্দরনগরী ভ্লাদিভোস্তক থেকে তাকে আটক করে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। অবশ্য আটকের পরপরই তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। একই সঙ্গে তাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি বলেছে, তারা ভ্লাদিভোস্তকে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি দূতকে আটক করেছে। তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তার এই কর্মকাণ্ডের জন্য টোকিওর কাছে প্রতিবাদ জানিয়েছে মস্কো।
এফএসবি আরও বলেছে, জাপানি ওই দূতের নাম মোতোকি তাতসুনোরি। রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে অর্থনৈতিক পরিস্থিতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের সময় তাকে ‘হাতেনাতে’ আটক করা হয়। এরপরই তাকে ‘পারসোনা নন গ্রাটা তথা অবাঞ্চিত’ ঘোষণা করে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন: রুশদের গণহারে দেশত্যাগ / বিমান টিকিটের দাম ২৭ হাজার ডলার!
রয়টার্সের প্রতিবেদন মতে, কয়েক ঘণ্টা আটক রাখার পর ওই দূতকে ছেড়ে দেয় রাশিয়া। জাপানের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, দূতকে আটকের বিষয়ে টোকিও ‘দৃঢ় প্রতিবাদ’ জানিয়েছে। একইসঙ্গে এ ঘটনায় জাপান প্রতিশোধ নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ইউক্রেনের চার অঞ্চলে গণভোট / ৯৬ শতাংশ নাগরিকই রাশিয়ায় যোগদানের পক্ষে
]]>