জাপানের বিপক্ষে নামার আগে জার্মান শিবিরে দুঃসংবাদ
<![CDATA[
জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। শিরোপা পুনরুদ্ধার মিশনে নামার আগে দুঃসংবাদ জার্মান শিবিরে।
জার্মান তারকা ফরোয়ার্ড লেরয় সানে হঠাৎ ইনজুরিতে পড়েছেন। তবে বিশ্বকাপ থেকে ছিটকে না পড়লেও অন্তত জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারছেন না তিনি। এমনকী নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষেও তাকে নিয়ে শঙ্কা আছে।
জানা গেছে, মঙ্গলবার (২২ নভেম্বর) অনুশীলন করার সময় হাঁটুতে চোট পান তিনি। যদিও চোট খুব বেশি গুরুতর নয়। চার-পাঁচদিন পর মাঠে নামতে পারবেন লেরয় সানে। ততদিনে বিশ্বকাপের অন্তত দুটি ম্যাচ খেলে ফেলবে জার্মানি।
এদিকে, ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের। ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে থাকা চতুর্থ খেলোয়াড় হিসেবে ঝরে গেলেন ২৬ বছর বয়সী বায়ার্ন মিউনিখ তারকা।
আরও পড়ুন: রানার্সআপ ক্রোয়েশিয়াকে রুখে দিল মরক্কো
কাতারের আল ওয়াকরাহ স্টেডিয়ামে মঙ্গলবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে দিদিয়ের দেশামের দল। জোড়া গোল করেছেন অলিভিয়ের জিরু। বাকি গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও আদ্রিয়ান র্যাবিওট। তবে ম্যাচে দুঃসংবাদ হয়ে এসেছে সেন্টারব্যাক লুকাস হার্নান্দেজের ইনজুরি। এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি।
ফ্রান্স ফুটবল ফেডারেশন মেডিকেল টেস্টের পর তার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বায়ার্ন মিউনিখে খেলা হার্নান্দেজ অস্ট্রেলিয়ার প্রথম গোলের সময় আঘাত পান। অস্ট্রেলিয়ার ম্যাথিউ লেকির কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে তিনি পড়ে যান। লেকির ক্রস থেকে এ সময় গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ক্রেইগ গুডউইন। পরবর্তী সময়ে উঠে দাঁড়াতে চেষ্টা করলেও খেলায় আর ফিরতে পারেননি হার্নান্দেজ। যেভাবে মাঠে পড়ে কাঁদছিলেন তাতেই শঙ্কা জেগেছিল বিশ্বকাপে তার পরবর্তী ম্যাচে খেলা নিয়ে।
]]>