জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের আঘাত, নিহত ২
<![CDATA[
জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের আঘাতে ব্যাপক বৃষ্টি ও ঝড় বয়ে গেছে। এতে লক্ষাধিক বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। টাইফুনের আঘাতে অন্তত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর রয়টার্স।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহর শিজুওকাতে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সেখানে রেকর্ড ৪১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জেএমএ আরও জানিয়েছে, টাইফুনের কারণে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত ছিল।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ভূমিধসে চল্লিশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং জলাশয়ে পড়ে যাওয়া একটি গাড়ি থেকে ২৯ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ভয়ংকর টাইফুন, জাপানে ৪০ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ
প্রায় দেড় লাখের মতো পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাইন মেরামত করার কথাও জানিয়েছেন তারা। গত শুক্রবার থেকে ভারি বৃষ্টির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল।
জেএমএ শনিবার সকালে শিজুওকায় আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং ভূমিধস ও বন্যার সতর্কতা জারির সিদ্ধান্ত নিয়েছে। টোকিও থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে ইয়োকোহামা শহর থেকে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জাপানে সুপার টাইফুন নানমাদলের তাণ্ডব
এর আগে সোমবার জাপানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন নানমাদোল দেশটির পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালায়। সে সময় তীব্র ঝড় ও রেকর্ড বৃষ্টিপাতে অন্তত দুজন নিহত হন।
]]>