জাপানের সঙ্গে এফটিএ’র যৌথ সমীক্ষা শুরু হযেছে: বাণিজ্যমন্ত্রী
<![CDATA[
বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে উভয় দেশের মধ্যে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণলায়ে এ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এসময় তিনি বলেন, আজ (১২ ডিসেম্বর) থেকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে।
সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে দুই দেশ এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: দেশীয় পোশাক খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য
এফটিএ, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) এবং সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি (সিইটিএ) স্বাক্ষর করার জন্য বেশ কয়েকটি বাণিজ্য অংশীদারের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ।
২০২৬ সালে জাতিসংঘের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধাগুলো ধরে রাখার জন্যই মূলত এসব চুক্তি করার বিষয়ে আলোচনা করা হচ্ছে।
]]>




