বাংলাদেশ

জামালদের হুমকি দিয়ে রাখলেন সালাহউদ্দিন

<![CDATA[

শেষ কবে বাংলাদেশ দল সমর্থকদের জয় উপহার দিতে পেরেছিল? সেটা হয়তো মনে করতে পারবেন না খোদ জামাল ভূঁইয়ারাও। গত কয়েক বছরে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই থেকে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ, সব জায়গায় হতাশ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে আর হতাশার গল্প শুনতে চান না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে জামালদের তাই তিনি দিয়ে রাখলেন হুমকি।

আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া আর ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে উত্তরা আর্মড পুলিশ মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ফুটবলারদের অনুশীলন পরিদর্শনে শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সেখানে উপস্থিত হন বাফুফে সভাপতি। এসময় সালাউদ্দিন ফুটবলারদের কঠোর বার্তা দিয়ে রাখেন। মুখে ভালো করার প্রত্যাশা না দিয়ে, মাঠে সেটা দেখানোর তাগিদ দেন। ব্যর্থ হলে এবার আর ছাড় দেবেন না বলেও জানান তিনি।

ফুটবলারদের সঙ্গে কী কথা হয়েছে সে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘এবার এসে আমি বলিনি আমরা সামনে ভালো করব। এবার এসে ফুটবলারদের বলেছি, তোমরা যা করছ (মাঠের বাজে ফল), তোমাদের আর ফুটবল খেলার সুযোগ নেই।’

আরও পড়ুন: পাকিস্তানকে গোল বন্যায় ভাসাতে চান সাবিনারা

এরপর তিনি যোগ করেন, ‘এটা তাদের প্রতি আমার ভিন্ন বার্তা। আমি তাদের বলেছি, কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে জয় পেতেই হবে। তোমাদের আমাকে বলতে হবে না, আমরা ভালো করব। তোমরা সেটা করে এসে আমাকে বলবে, ভালো করেছি।’

সভাপতির বার্তা স্পষ্ট জামালদের কাছে। গত নভেম্বরের পর থেকে জয়শূন্য বাংলাদেশ। এবার সে খরা কাটাতেই হবে। নইলে সুযোগ হারাতে হতে পারে জাতীয় দল থেকে। তাই সালাউদ্দিনকে তারাও পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন।

কঠোর বার্তা পাওয়ার পর সালাউদ্দিনকে কোচ ও ফুটবলার কী জানিয়েছেন সে বিষয়ে তিনি বলেন, ‘অনেক নামীদামি খেলোয়াড় নেই। তবে ওদের মানসিকতা দেখলাম, ওরা চিন্তিত নয়। ওরা বলেছে, এখন থেকে বাংলাদেশ টিম সামনের দিকে যাবে। এটা অধিনায়ক, কোচ ও খেলোয়াড়েরা বলেছে।’

আরও পড়ুন: ফুটবলের উন্নয়নে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে

এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, সভাপতি তাদের কাছে দুটি জিনিসি চেয়েছেন। গণমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তিনি আমাদের কাছে যে দুটি জিনিস চেয়েছেন তার একটি ডিসিপ্লিন এবং অন্যটি কমিটমেন্ট। শতভাগ কমিটমেন্ট নিয়ে তিনি আমাদের মাঠে খেলতে বলেছেন।’

অনুশীলনে কোচ ক্যাবরেরা কোন বিষয়ৈ গুরুত্ব দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে জামাল বলেন,‘আপনারা দেখেছেন যে, আজ আমাদের কোচ বেশি কাজ করিয়েছেন সেট পিস নিয়ে। কারণ, আমরা সেটপিসে অনেক গোল খেয়েছি। সর্বশেষ ৪-৫টি ম্যাচ আমরা সেটপিস থেকে ৬টি গোল রিসিভ করেছি।’
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!