জামালপুরে ইটভাটায় অভিযান, ৫৯ লাখ টাকা জরিমানা
<![CDATA[
জামালপুরে ১২টি ইটভাটাকে পরিবেশ দূষণের দায়ে ৫৯ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের (ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়) উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ রানা।
তিনি বলেন, পরিবেশ দূষণের দায়ে ইটভাটাগুলোকে সর্বমোট ৫৯ লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ বা বন-কাঠ ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: সাভার-কেরানীগঞ্জে ১২ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা
অননুমোদিত ইটভাটা প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
]]>