খেলা

জামালপুরে উপজেলা আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা

<![CDATA[

জামালপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে মারধরের ঘটনায় বকশীগঞ্জ উপজেলা সভাপতি নূর মোহাম্মদ ও তার ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম খোকা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদকে প্রধান আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন শেষে কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেন। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীদের দাবি ছিল তাদের মনোনীত নেতাকে কমিটিতে আনতে হবে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ তার পছন্দের লোককে সিলেকশন কমিটিতে আনতে নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে স্বাক্ষর দিতে বলেন।

এ সময় সাইফুল ইসলাম স্বাক্ষর দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন নূর মোহাম্মদ। এরপর সম্মেলনে যোগ দেয়া দলীয় কার্যালয়ে উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতাদের সামনে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে সাইফুল ইসলামকে শার্টের কলার ধরে চড়-থাপ্পড়, কিল-ঘুষি দেন। এ সময় মারধরে যোগ দেন তার ভাই নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারসহ অজ্ঞাতনামা আরও ৫ জন।

আরও পড়ুন: ইউনিয়ন সভাপতিকে পেটালেন উপজেলা আ.লীগ সভাপতি

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা বাদী হয়ে মামলা দিয়েছেন। মামলা এফআইআর করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার বাদী সাইফুল ইসলাম খোকা বলেন, ‘৪০ বছর ধরে এই দলটির সাথে জড়িয়ে আছি। আমি একজন শিক্ষক। এলাকায় ও সমাজে আমার মানসম্মান জড়িয়ে আছে। ওরা আমাকে যেভাবে মারধর করেছে, কোনো চোরকেও এভাবে কেউ মারে না।’

তিনি বলেন, ‘আমাকে মারধর করে রাতেই আমাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মজার ঘটনা হচ্ছে, বহিষ্কারের পর আমাকে ৭ দিনের মধ্যে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না বলে চিঠি দিয়েছেন। কিন্তু আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মিষ্টার আমাকে মারধরের প্রতিবাদ না করে উল্টো নূর মোহাম্মদের পক্ষ আমাকে সন্ত্রাসী বানিয়ে মিছিল করেছে।’

তিনি বলেন, দল এখন বিত্তশালীদের কবজায় চলে গেছে। তিনি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার দাবি করেছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!