জামালপুরে চার মামলায় বিএনপির ২৭ নেতাকর্মী গ্রেফতার
<![CDATA[
জামালপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে পুলিশের করা চার মামলায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের করা ওই মামলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৪৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) রাতে জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ থানায় এসব মামলা করে পুলিশ।
আরও পড়ুন: গণগ্রেফতার করে বিরোধী দল দমনে উৎসব চলছে: মির্জা আব্বাস
চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, জামালপুর সদর থানায় ৫৪ জনের নাম উল্লেখ এবং আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে বুধবার রাতে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। বকশীগঞ্জ থানায় ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বুধবার রাতে শহরের সীমারপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। ইসলামপুর থানায় ২৪ জনের নাম উল্লেখ এবং আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। যার মধ্যে বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া দেওয়ানগঞ্জে ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এর মধ্যে বুধবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ডিসেম্বরে বিএনপি, আগুন ও লাঠির বিরুদ্ধে খেলা হবে: কাদের
জামালপুরের বিভিন্ন নেতাকর্মীর বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগ রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে আগেভাগেই চলে এসেছেন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘সরকার ঢাকায় বিএনপির সমাবেশ বানচাল করতেই গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে। সরকারের সমাবেশ বানচালের পরিকল্পনা সফল করতে পারবে না। যত বাধাই আসুক, ঢাকার মহাসমাবেশ সার্থক এবং সফল করব।’
]]>