জামালপুরে বিজয়ী প্রার্থীকে টাকার মালা দিয়ে বরণ
<![CDATA[
জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী এক মেম্বার প্রার্থীকে টাকার মালা পরিয়ে বরণ করে নিয়েছেন এলাকাবাসী ও ভোটাররা।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকাবাসীর পক্ষ থেকে অভিনব এই আয়োজন করা হয়।
বিজয়ী মেম্বার প্রার্থীর নাম মমিনুল ইসলাম মমিন। তিনি ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, এই নির্বাচনে মমিন মোরগ প্রতীকে এক হাজার ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহমেদ ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৭ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।
আরও পড়ুন: কুড়িগ্রামের দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী
খলিল মিয়া নামে এক ভোটার বলেন, ‘মমিন ভালো মনের মানুষ। এলাকায় খুবই জনপ্রিয়, সবসময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান তিনি। আমরা তার কাছে এলাকার উন্নয়ন দায়িত্ব দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছি। তার জন্য অনেকই নিজের পকেটের টাকা খরচ করেছেন। বিজয়ী হওয়ার পর আমরা তাকে টাকার মালা দিয়ে বরণ করেছি।’
মমিন বলেন, ‘আমার এই বিজয় আমি এলকাবাসীকে উৎসর্গ করছি। আমি বিশ্বাসই করতে পারিনি এলাকার মানুষ আমাকে এত পছন্দ করেন। আমি আজীবন এলাকার মানুষের সেবা করে যাব।’
]]>