জামালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
<![CDATA[
জামালপুর-১ আসনের (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ছাত্রলীগ আয়োজিত মিছিলে যোগ দেয়ায় দলীয় পদ হারিয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহম্মেদ। রোববার (৬ নভেম্বর) রাতে সাময়িকভাবে বহিষ্কার করা হয় তাকে।
মমতাজ উদ্দিন আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
রোববার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে দেওয়াগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বকর এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
একই সঙ্গে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জানাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ আযোজিত মিছিলে মমতাজ উদ্দিন আহম্মেদের উপস্থিতি এবং সেখানে অন্যান্য বক্তা তাদের বক্তব্যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তথা জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে আপক্তিকর মন্তব্য করেন। যা সাংগঠনিক শৃঙ্খলা ভঙের শামিল। ফলে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো।
আরও পড়ুন : জামালপুরে তীব্র ভাঙনে নদীগর্ভে বসতভিটা-ফসলি জমি
এ ছাড়া কেন তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব ৩ কার্যদিবসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর জমা দেয়ার জন্য চিঠিতে নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর দেওয়ানগঞ্জের একটি রাস্তার উন্নয়ন কাজের অনিয়ম-দুর্নীতি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের কাছে এলাকাবাসী অভিযোগ করেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য আবুল কালাম আজাদ জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি দেখার নির্দেশ দেন। এই খবরে কাজের ঠিকাদার মো. শাকিরুজ্জামান রাখাল স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে বিরূপ মন্তব্যে করেন।
বিষয়টি নিয়ে গত দুইদিন ধরেই দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল কাজের ঠিকাদার শাকিরুজ্জামান রাখাল দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বড় ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলে।
]]>




