জার্মান ফুটবলারদের মুখ ঢেকে রাখার রহস্য
<![CDATA[
বিশ্বকাপে জাপানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামার আগে অফিসিয়াল ফটোসেশন করেছে জার্মান জাতীয় দলের ফুটবলাররা। সেই ছবিতে দেখা যায় ম্যানুয়েল নয়্যার বাহিনী মুখ হাত দিয়ে ঢেকে রেখেছেন। কেন মুখ হাত দিয়ে ঢেকে রাখলেন, এর মাধ্যমে কি বার্তায়ই-বা দিল তারা?
ছবি থেকে রহস্যটা ঠিক বোঝা যায়নি। তবে জার্মানি এর ব্যাখ্যা দিয়েছে নিজেদের ভেরিফাইড টুইটারে। কাতার বিশ্বকাপে ইউরোপিয়ান বেশ কয়েকটি দেশ সমকামীদের সমর্থনে ওয়ান লাভ আর্মব্যান্ড পরে খেলতে চেয়েছিল। কিন্তু মুসলিম দেশ কাতারে সমকামীতা নিষিদ্ধ। ফলে ফিফাও ওয়ান লাভ আর্মব্যান্ড পরে খেলার অনুমতি দেয়নি আগ্রহী দেশগুলোকে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, কেউ এ ধরনের আর্মব্যান্ড পরে খেলতে নামলে তাকে হলুদ কার্ড দেয়া হবে।
আরও পড়ুন: জার্মানিকে স্তব্ধ করে জাপানের জয়
এমন অবস্থায় ওয়ান লাভ আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত থেকে সরে আসে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, সুইডেন ও জার্মানির মতো দেশগুলো। ওয়ান লাভ আর্মব্যান্ড না পরলেও সমকামীদের ব্যাপারে সমর্থন ঠিকই জানিয়েছে জার্মানি। সে জন্যই অফিসিয়াল ফটোসেশনে মুখ হাত দিয়ে ঢেকে রেখেছে তারা।
এ সম্পর্কে নিজেদের অফিসিয়াল টুইটারে জার্মানি জানিয়েছে, ‘এটা কোনো রাজনৈতিক বিবৃতি না, মানবাধিকার নিয়ে সমঝোতা চলে না। মানুষের সমান অধিকার থাকা উচিত। তবে সেটা এখানে মানা হয়নি। এ কারণেই এই বার্তাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর্মব্যান্ড পড়তে না দেওয়া মানে কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া। তবে আমরা আমাদের জায়গাতেই আছি।’
আরও পড়ুন: রানার্সআপ ক্রোয়েশিয়াকে রুখে দিল মরক্কো
জার্মানি আরও যোগ করে, ‘আর্মব্যান্ডের মাধ্যমে আমাদের অবস্থান জানাতে চেয়েছিলাম। জার্মানি জাতীয় দলেও আমরা এটা করে থাকি। বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। জাতিগতভাবে ঐক্যের মাধ্যমে আমরা আমাদের কণ্ঠ শুনাতে চেয়েছিলাম।’
]]>