বিনোদন

জিতেও আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ

<![CDATA[

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে জিতেও আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ। রান রেটে এগিয়ে থাকায় তরুণ টাইগ্রেসদের পেছনে ফেলে গ্রুপ-১ থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া।

বুধবার (২৫ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাঘিনীরা। তবে তাদের এ জয় রান রেটে ভারত ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেরার জন্য যথেষ্ট ছিল না।

মারুফাদের সমান ৬ পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ-১ থেকে প্রথম ও দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ নারী দল। বাংলাদেশ আসর শেষ করেছে গ্রুপের তিনে থেকে। সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় একই গ্রুপ থেকে ছিটকে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও।

আরও পড়ুন: প্রত্যন্ত গ্রাম থেকে যেভাবে সুমাইয়া বিশ্বকাপে

এর আগে আমিরাতের বিপক্ষে দ্রুত জয় তুলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে  প্রাণপণ চেষ্টা করে গেছেন স্বর্ণা আক্তার। ২০০ স্ট্রাইক রেটে ১৯ বলে ৪ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ৩৮ রান। পুরো আসরে দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন এ তরুণ ব্যাটার।

তবে আমিরাতের বিপক্ষে স্বর্ণা ছাড়া আফিয়া প্রত্যাশা বা রাবেয়া খানরা ছিলেন কিছুটা মন্থর। প্রত্যাশা ৩ চারের মারে ১৫ বলে ১৫ করেন আর রাবেয়া ১৩ বলে ১৪ রান করেন। ব্যর্থ ছিলেন ওপেনার মিষ্টি সাহা (১) ও মিডলঅর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার (০)। এর আগে বল হাতে বাংলাদেশের হয়ে রাবেয়া ৩ ও মারুফা ২ উইকেট তুলে নেন।

আরও পড়ুন: জয় খরা কাটিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এ আসরে পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছিল বাংলাদেশ। তাতেই ভঙ্গ হয়েছে তাদের সেমির স্বপ্ন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!