বাংলাদেশ

জিদানকে অসম্মান করার পরদিনই চাকরি হারালেন গ্রেত

<![CDATA[

বিশ্বকাপজয়ী সদস্য জিনেদিন জিদানকে নিয়ে অসম্মানজনক কথা বলেছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রেত। বিতর্কিত মন্তব্য করার একদিন পর ক্ষমাও চান তিনি। তবে শেষ রক্ষা হলো না। এবার চাকরি থেকে সরে যেতে হলো তাকে। খবর দ্য গার্ডিয়ানের।

জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক তোপের মুখে পড়েন গ্রেত। খেলোয়াড়, দেশটির ক্রীড়ামন্ত্রী, রাজনীতিবিদ থেকে শুরু করে অনেকেই সমালোচনা করতে থাকেন তার। যার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অনুধাবন করে দ্রুতই ক্ষমা চেয়ে নেন। কিন্তু চাকরি বাঁচাতে পারলেন না। তার জায়গায় নিয়োগ পেয়েছেন সহসভাপতির দায়িত্ব পালন করা ফিলিপে দিয়ালো।

ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১১ জানুয়ারি) প্যারিসে একটি বৈঠক হয়েছে। সেখানেই গ্রেত পদ ছাড়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন। খালি পদটি পূরণ করা হয়েছে দিয়ালোর মাধ্যমে।

আরও পড়ুন: মার্টিনেজের মতো ‘হাস্যকর’ হতে চান না লরিস

জিদানকে নিয়ে গুঞ্জন চলছে যে, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন এই কিংবদন্তি। এ সম্পর্কে আরএমসি রেডিওতে এক সাক্ষাৎকারে লে গ্রেত বলেছিলেন, ‘আমার তাতে (ব্রাজিলের কোচ) মাথাব্যথা নেই। তার (জিদান) যেখানে ইচ্ছা সে যেতে পারে। আমি খুব ভালো করেই জানি যে, জিদান সবসময়ই রাডারে ছিল (ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে)। তার শুভাকাঙ্ক্ষীরও অভাব নেই। কেউ কেউ তো দেশমের বিদায়ের অপেক্ষায় ছিল। কিন্তু দেশমকে নিয়ে গুরুতর আপত্তি কার থাকতে পারে? কারও নয়।’

তিনি আরও বলেন, ‘জিদানের যা ইচ্ছা করতে পারে। আমি পরোয়া করি না। তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি। দেশমের দায়িত্ব ছিন্ন করার কথা আমরা কখনো ভাবিইনি। জিদান যেখানে ইচ্ছা যেতে পারে, কোনো ক্লাবে বা যে কোনো জায়গায়।’

লে গ্রেতের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরই তুমুল হইচই শুরু হয় ফ্রান্সে। এফএফএফ-এর প্রেসিডেন্টের এমন উত্তর হজম হয়নি পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। তার সমালোচনা করে এমবাপ্পে টুইটারে লেখেন, ‘জিদানই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’

আরও পড়ুন: খেলোয়াড়দের বেতনের পেছনে সবচেয়ে বেশি খরচ পিএসজির

তুমুল সমালোচনার পর এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ক্ষমা প্রার্থনা করেন লে গ্রেত। তিনি জানান, তার বক্তব্যে জিদানকে নিয়ে ভাবনার সঠিক প্রতিফলন ঘটেনি। সেই সঙ্গে নিজের মন্তব্যকে ‘আনাড়ি’ আখ্যা দিয়ে বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেন। গ্রেত বলেন, ‘ওই মন্তব্যগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। সেখানে যথাযথভাবে আমার ভাবনা প্রতিফলিত হয়নি, কিংবা একজন খেলোয়াড় এবং কোচ হিসেবে তিনি কেমন ছিলেন, তা নিয়ে আমার মূল্যায়নও উঠে আসেনি।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!