খেলা
জিনা ললোব্রিজিডা আর নেই
<![CDATA[
ইতালির খ্যাতনামা অভিনেত্রী জিনা ললোব্রিজিডা আর নেই। ৯৫ বছর বয়সে মারা গেছেন তিনি। খবর ভয়েস অব আমেরিকা।
সোমবার (১৬ জানুয়ারি) ইতালির রাজধানী রোমের একটি ক্লিনিকে মারা যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাবেক আইনজীবী গিউলিয়া সিতানি।
আরও পড়ুন: বিউটি উইথ ব্রেইন মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল
১৯৫৫ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছিলেন জিনা ললোব্রিজিডা। এরপর অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো: ‘কাম সেপ্টেম্বর’, ‘ট্র্যাপিজ’, হামফ্রে বোগার্ট ‘বিট দ্য ডেভিল’।
১৯৬৯ সালে ডেভিড ডি ডোনাটেলর ‘বুওনা সেরা, মিসেস ক্যাম্পবেল’ চলচ্চিত্রর জন্য লোলোব্রিগিদা ইতালির শীর্ষ সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
]]>




