জিম করতে গিয়ে মারা গেলেন ভারতীয় অভিনেতা!
<![CDATA[
হার্ট অ্যাটাকে মারা গেলেন জনপ্রিয় টিভি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। শুক্রবার (১১নভেম্বর) জিম করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বলিউডে বডি বিল্ডিং বা ফিটনেসের প্রতি একটা তীব্র ঝোঁক শুরু থেকেই লক্ষণীয়। তবে অতিরিক্ত বডি বিল্ডিং, জিম সেশন করতে গিয়ে যদি প্রাণ দিতে হয় তাহলে বিষয়টি বেশ মারাত্মক।
সিদ্ধান্তের মৃত্যু বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, জিমে অনুশীলন করার সময় আচমকাই অসুস্থবোধ করে সিদ্ধান্ত। এরপরই তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই অভিনেতাকে।
৪৫ মিনিট ধরে চিকিৎকরা অভিনেতার হৃদ্যন্ত্র সচল করার চেষ্টা করে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুবরণ করেন সিদ্ধান্ত।
আরও পড়ুন: মডেলের সঙ্গে ফটোশুটেই শোয়েবের সর্বনাশ!
ভারতীয় জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’খ্যাত সিদ্ধান্ত বীর সূর্যবংশী মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হলেন। তার এই আচমকা মৃত্যুর খবরে শোকে স্তব্ধ বলিউডের গোটা টিভি ইন্ডাস্ট্রি।
দীর্ঘ দুই দশক ধরে হিন্দি টেলিভিশনে কাজ করেছেন সিদ্ধান্ত। ‘কুসুম’ সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’সিরিয়াল দিয়ে।
এরপর ‘সূর্যপুত্র কর্ণ’, ‘কৃষ্ণ অর্জুন’সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে টেলিপর্দার অন্যতম পরিচত মুখ হয়ে ওঠেন সিদ্ধান্ত। তার শেষ অভিনীত ধারাবাহিক ছিল ‘কিউ রিস্তো মে কাট্টি বাট্টি’।
উল্লেখ্য, এর আগেও জিমে কঠোর অনুশীলন করতে গিয়ে মৃত্যু হয় বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লার। এ ছাড়া কয়েক মাস আগেই জিমে ট্রেডমিল করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তাবও।
]]>




