জিরোনার বিপক্ষে হোঁচট, রিয়ালকে চোখ রাঙাচ্ছে বার্সা
<![CDATA[
জিরোনার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ দিকে এসে পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ। মূল্যবান তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট পেয়ে শীর্ষস্থান পুনর্দখলে নিলেও, লিগ চ্যাম্পিয়নের লড়াইয়ে বার্সেলোনা তাদের থেকে মাত্র এক পয়েন্ট দূরে অবস্থান করছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (৩০ অক্টোবর) লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। জিরোনার পক্ষে দলকে সমতায় ফেরানোর গোলটি করেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।
১২ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেল বার্সা।
ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য ধরে খেলেছে রিয়াল মাদ্রিদ। ৫৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে তারা ১৯টি শট নেয়। যার ৬টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু জিরোনার গোলরক্ষক সফল হতে দেয়নি মাদ্রিদের ফরোয়ার্ডদের। ম্যাচের শুরুর দিকে দারুণ পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন লুকা মদ্রিচ। ম্যাচের দশম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট কর্নারের বিনিময়ে ফেরান জিরোনা গোলরক্ষক।
আরও পড়ুন: লেভানদোভস্কির গোলে লা লিগার শীর্ষে বার্সা
২৩তম মিনিটে ভাগ্যের কাছে হেরে যায় রিয়াল। গোলের উদ্দেশে রদ্রিগোর নেয়া শট পোস্টে বাধা পায়। ১৫ মিনিট পর একই দুর্ভাগ্যের শিকার জিরোনা। প্রতি-আক্রমণে রিয়ালের ডিফেন্ডার দানি কারভাহালের কড়া চ্যালেঞ্জ এড়িয়ে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন ভালেহি। ফাঁকায় বল পেয়ে এররেরার বুলেট গতির শট থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপায়।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। তবে তাদের এলোমেলো আক্রমণ পরাস্ত করতে পারছিল না জিরোনার রক্ষণভাগকে। অনেক প্রচেষ্টার পর ৭০তম মিনিটে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। ডি-বক্সে জিরোনার ডিফেন্ডারদের বাধা এড়িয়ে ডান দিক থেকে গোলমুখে বল বাড়ান ফেদে ভালভেরদে, আর দারুণ স্লাইডে বল জালে পাঠান ভিনিসিউস।
এর দুই মিনিট পর জিরোনার গোলরক্ষকের নৈপুণ্যে গোল ব্যবধান বাড়ানো হয়নি রিয়ালের। মার্কো আসেনসিও নেয়া বুলেট গতির শট অসাধারণ ক্ষিপ্রতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন পাওলো দিনো।
আরও পড়ুন: ১৮ ম্যাচ পর হারল রিয়াল মাদ্রিদ
৭৭তম মিনিটে রিয়ালের ডি-বক্সে আসেনসিওর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে সমতা টানেন উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান স্তুয়ানি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে শেষ সুযোগ হাতছাড়া করেন রদ্রিগো। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জিরোনার আলেইশ গার্সিয়াকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টনি ক্রুস।
]]>




