জি-২০ সম্মেলন শুরু মঙ্গলবার
<![CDATA[
ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী জি-২০ সম্মেলন। বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের এই জোটের সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে বালিতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।
সোমবার (১৪ নভেম্বর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী বালির বিমানবন্দরে পৌঁছালে তাদের লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের স্বাগত জানানো হয় ঐতিহ্যবাহী নাচে।
সম্মেলনে যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও সোমবার বালিতে পৌঁছান। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ঐতিহ্যবাহী নাচে তাকে স্বাগত জানানো হয়।
এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিমানবন্দরে পৌঁছালে একইভাবে স্বাগত জানানো হয় তাকে। এ সময় ইন্দোনেশীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। একইদিন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সস্ত্রীক বালিতে পৌঁছান।
আরও পড়ুন: জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন
এ ছাড়া অনেক দেশের নেতা রোববারই (১৩ নভেম্বর) পৌঁছে গেছেন বালিতে। তাদের মধ্যে আছেন জো বাইডেনও। সোমবার তিনি জি টোয়েন্টি সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করেন। এ সময় ইন্দোনেশিয়ার পরিবেশ, নিরাপত্তা এবং শিক্ষায় মার্কিন বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।
সম্মেলন শুরুর আগে রোববার জোটের স্বাস্থ্য ও অর্থমন্ত্রীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আগামীতে যে কোনো মহামারি মোকাবিলায় ১৪০ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দেন তারা।
]]>




