জেলায় জেলায় চলছে মেসি-এমবাপ্পে লড়াই দেখার আয়োজন
<![CDATA[
মাসব্যাপী ফুটবল উন্মাদনার পর্দা নামতে যাচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দিয়ে। যার রং লেগেছিল বাংলাদেশেও। দেশের প্রতিটি জেলা হয়েছিল একেকটি ফ্যান জোন। ফাইনাল দেখা নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে বাড়তি উদ্দীপনা। রাজধানীসহ দেশের জেলায় জেলায় চলছে মেসি-এমবাপ্পে লড়াই দেখার আয়োজন।
খুলনায় ফাইনাল ঘিরে রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে চলছে নানা আয়োজন। আর্জেন্টিনা সমর্থকরা বিশাল পতাকা নিয়ে অংশ নিয়েছেন র্যালিতে। কারও গায়ে আলবিসেলেস্তেদের জার্সি। কেউ বের হয়েছেন ব্যান্ড পার্টি নিয়ে। কারও হাতে ভুভুজেলা।
ফাইনাল ম্যাচ সামনে রেখে রাজশাহীতে রং লেগেছে ভিন্নভাবে। সকালে শেখ কামাল স্টেডিয়ামে ব্রাজিল- আর্জেন্টিনার মধ্যে প্রীতি ম্যাচ আয়োজন করেছেন স্থানীয়রা। পাশাপাশি স্টেডিয়ামসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে আলবিসেলেস্তেদের পতাকা আর ব্যানার ফেস্টুনে।
আরও পড়ুন: বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে কী চমক থাকছে
রাতে ফাইনাল ম্যাচ হলেও সকাল থেকে বরিশালে চলছে ম্যাচ দেখার আয়োজন। খেলা দেখার জন্য লাগানো হয়েছে বড় পর্দা। দর্শকদের সুবিধার জন্য করা হয়েছে পানি খাওয়ার ব্যবস্থা। আছে নানা আয়োজন।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের ঝড় বইছে দেশের ক্রীড়াঙ্গনেও
চট্টগ্রামে শনিবার থেকে চলছে আয়োজন। এমবাপ্পে, গ্রিজম্যানদের জয়ের আশায় ফ্রান্স প্রবাসী একজন বাংলাদেশির নেতৃত্বে মিছিল করেছেন সমর্থকরা। গাড়িতে র্যালি করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা।
]]>




