বাংলাদেশরাজনীতি

জেলার গাড়ি জেলার ভেতরে চলবে : ওবাদুল কাদের

জনস্বার্থ বিবেচনায় ৬ মে থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না। তিনি বলেন, ঈদ সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় ৬ মে থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।

সোমবার ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়েছিলেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো গাড়ি ঢাকা জেলার সীমারেখার বাইরে যেতে পারবে না। পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, পরিবহনশ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। প্রতি ট্রিপের পর গাড়ি জীবাণুমুক্ত করাও বাধ্যতামূলক হতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুখে দুর্নীতির বিরুদ্ধে ফেনা তুললেও বিএনপিই এ দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ধারক ও বাহক। বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে গ্রহণ করেছেন শূন্য সহিষ্ণুতা নীতি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের শাসনামলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। তাদের আমলে তারা দুর্নীতিবান্ধব ও দুর্নীতিসহায়ক ছিল। এখন তারা তাদের সেই ব্যর্থতা ও দুর্নীতিপরায়ণতা ঢাকতে সরকারের বিরুদ্ধে নানা সময়ে নানান কল্পিত অভিযোগ হাজির করে।

Learning & Earning IT Educare Center
Learning & Earning IT Educare Center

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও নগদ অর্থ সাহায্যের প্রস্তাবে এবারের ঈদে ৩৬ লাখ পরিবারের জন্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় অর্থসাহায্য পৌঁছে গেছে।

ওবায়দুল কাদের বলেন, যারা সাহায্য পাওয়ার যোগ্য শুধু তারাই পাবে, মুখচেনা লোকেরা নয়। গরিব মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে কোনো অনিয়ম করলে কঠোর শাস্তি অনিবার্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!