১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর, আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান। একইসঙ্গে তিনি দেশের চারবারের প্রধানমন্ত্রী ও বর্তমান ক্ষমতাসীন সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি। আজ তার ৭৫ তম জন্মদিন।
দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী। কেক কাটা থেকে শুরু করে মোমবাতি প্রজ্বলন, টিকা কার্যক্রম পরিচালনা, বৃক্ষরোপণ কর্মসূচি, এতিম ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার বিতরণ, শোভাযাত্রা, আনন্দ মিছিল আবার কোথাও বাউল গানের আয়োজন করা হয়েছে। এছাড়া আলোচনা সভার পাশাপাশি মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে দেশের নানা প্রান্তে। সময় নিউজের প্রতিনিধিদের পাঠানো তথ্যে উঠে এসেছে এসব চিত্র।
৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে শরিয়তপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রাত ১২ টা ১ মিনিটে ‘শুভ শুভ শুভদিন, শেখ হাসিনার জন্মদিন; শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জেলা শহর। আতশবাজির আলোর ঝমকানিতে উচ্ছ্বসিত হয়ে উঠে পুরো জেলা শহর।এছাড়া শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীরে সাড়ে ১৪’শ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাধের নির্মাণ সম্পূর্ণ স্থান মুলফৎগঞ্জ এলাকায় দোয়া ও পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। যেখানে ভার্চুয়াল যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
নদী ভাঙন থেকে শরীয়তপুরের নড়িয়াকে রক্ষা করায় জেলেরা পদ্মা নদীতে বাহারি সব সাজানো নৌকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পদ্মা নদীতে নৌ-র্যালি বের করেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার পাশাপাশি কেক কাটে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ কার্যক্রমের মাধ্যমে কুমিল্লায় তিন লাখ ৩৪ হাজার ৫শ’ করোনা টিকা দেওয়া হচ্ছে। জেলার ১৭টি উপজেলার ১৬৯টি ইউনিয়নে প্রথম ডোজ ৩ লাখ ৩৪ হাজার ৫০০ ডোজ এবং সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ২৭ হাজার টিকা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের টিকা কেন্দ্রে বিশেষ টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ টিকা প্রদানের কর্মসূচি গ্রহণ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে সারা দেশের মতো মাগুরাতেও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া নাটোর, পঞ্চগড় ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় টিকা কার্যক্রম চলছে।
এতিম শিশুদের নতুন পোশাক বিতরণের ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের উৎসব আয়োজন। সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নানা রঙের বর্ণিল পোশাকে পরিহিত সরকারি শিশু পরিবারের ৭৫ জন এতিম শিশুকে সাথে নিয়ে কেক কাটেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় শিশুদের হাতে নানা উপহার সামগ্রী তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র্যালি ও বাউল গানের আসরের পাশাপাশি কেক কেটে জন্মদিন পালন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে মাগুরা জেলা যুবলীগ। দুপুরে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ড এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার পাশে ২ হাজার ওষধি ও ফলজ গাছ লাগানো হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে ১০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে তাদের।
এছাড়াও জন্মদিন পালিত হয়েছে যশোর, নোয়াখালী, রাজশাহীসহ বিভিন্ন জেলায়।